/anm-bengali/media/media_files/2025/11/27/imran-khan-2025-11-27-13-05-43.png)
নিজস্ব সংবাদদাতা: প্রাক্তন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থা নিয়ে জল্পনা ক্রমেই বাড়ছে। এই পরিস্থিতিতে তাঁর ছেলেরা বাবার ‘প্রমাণ চাওয়া বেঁচে থাকার’ দাবি তুলেছেন। সোমবার এক বিবৃতিতে ইমরানের ছেলে কাসিম খান জানিয়েছেন, তাঁদের পরিবার আশঙ্কা করছে, তাঁর বাবার সঙ্গে হয়তো এমন কিছু ঘটে গেছে যা আর ফিরিয়ে আনা যাবে না।
কাসিম বলেন, আদালত থেকে সপ্তাহে একবার দেখা করার অনুমতি থাকলেও গত কয়েক মাস ধরে বাবার সঙ্গে তাঁদের কোনও নিশ্চিত যোগাযোগ হয়নি। নানা রকম গুজব ছড়ালেও এখনও পর্যন্ত পরিবারের হাতে বাবার অবস্থার কোনও নির্ভরযোগ্য খবর পৌঁছয়নি। তিনি আরও বলেন, “বাবা নিরাপদ আছেন কি না, আহত নাকি আদৌ বেঁচে আছেন—এই অনিশ্চয়তায় থাকা মানসিক যন্ত্রণারই সমান।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/PIaLmOYSwpqYCZa9Bbxp.jpg)
কাসিমের দাবি, এই মুহূর্তে তাঁদের কাছে বাবার শারীরিক অবস্থার কোনও যাচাই করা তথ্য নেই। তাঁদের সবচেয়ে বড় আশঙ্কা, পরিবারের কাছ থেকে ইচ্ছাকৃতভাবে কোনও ভয়ংকর সত্য লুকিয়ে রাখা হচ্ছে। এই মন্তব্যের পর নতুন করে চর্চা শুরু হয়েছে পাকিস্তান তেহরিক ই ইনসাফ প্রতিষ্ঠাতাকে ঘিরে।গোটা ঘটনাটি ঘিরে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে পাকিস্তানের রাজনীতিতে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us