চীনের টাকায় পারমাণবিক অস্ত্র বানাচ্ছে পাকিস্তান, ভারতের অস্তিত্ব বিপন্ন! কী দাবি করলেন মার্কিন গোয়েন্দারা

চীনের সাহায্যে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিকীকরণ করছে।

author-image
Tamalika Chakraborty
New Update
shahbaz shariff and xi jingpung

নিজস্ব সংবাদদাতা: মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার সদ্যপ্রকাশিত World Threat Assessment 2025 রিপোর্টে চাঞ্চল্যকর দাবি করা হয়েছে, চীনের সামরিক ও আর্থিক সাহায্যে পাকিস্তান দ্রুতগতিতে তাদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার আধুনিকীকরণ করছে এবং ভারতকে এখনও ‘অস্তিত্বগত শত্রু’ বলেই দেখে ইসলামাবাদ।

Sharif-Xi

রিপোর্টে বলা হয়েছে, পাকিস্তান তার WMD (Weapons of Mass Destruction) প্রোগ্রামের জন্য বিদেশি সরবরাহকারী ও মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রযুক্তি এবং উপাদান সংগ্রহ করছে। চীন মূল অস্ত্র সরবরাহকারী হলেও এই পণ্য পরিবহণের জন্য ব্যবহার করা হচ্ছে হংকং, সিঙ্গাপুর, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলোকে।