প্রয়োজনে পরমাণু হামলা চালাবো! ভারতকে নতুন করে হুমকি দেওয়ার চেষ্টা পাক রাষ্ট্রদূতের

পাকিস্তানের রাষ্ট্রদূত ভারতকে পরমাণু হামলার হুমকি দিলেন।

author-image
Tamalika Chakraborty
New Update
pakistan ambassadar

নিজস্ব সংবাদদাতা: পহেলগাঁও জঙ্গি হামলার জেরে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে ফের বাড়ছে উত্তেজনা। হামলার পর নয়াদিল্লি একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ইসলামাবাদের বিরুদ্ধে। পাল্টা প্রতিক্রিয়ায় এবার সরাসরি যুদ্ধ ও পরমাণু হামলার হুঁশিয়ারি দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মহম্মদ খালিদ জামিল।

এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে পাক রাষ্ট্রদূতের মন্তব্য, “ভারত যদি আমাদের উপর হামলা করে, তাহলে পাকিস্তানও প্রচলিত এবং পরমাণু—দুই ধরনের শক্তির পূর্ণ প্রয়োগে প্রস্তুত থাকবে। আমরা সংখ্যার তুলনায় যাই না, আমরা জবাব দিতে জানি।”

pahalgam

প্রসঙ্গত, ২২ এপ্রিল দুপুরে দক্ষিণ কাশ্মীরের বৈসরন ভ্যালি রিসর্টে ভয়াবহ হামলা চালায় চার জঙ্গি। এদের মধ্যে দু’জন পাকিস্তানি নাগরিক বলে তদন্তে উঠে এসেছে। হামলায় নিহত হন ২৫ জন পর্যটক ও এক স্থানীয় বাসিন্দা। হামলার ধরন ও জঙ্গিদের ধর্মভিত্তিক টার্গেটিং ইতিমধ্যেই দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। ভারতের গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, হামলার পেছনে পাকিস্তান ভিত্তিক জঙ্গিগোষ্ঠীর প্রত্যক্ষ ভূমিকা রয়েছে।

এই ঘটনার পর থেকেই ভারত সরকার কূটনৈতিক স্তরে কঠোর পদক্ষেপ নিচ্ছে। অন্যদিকে পাকিস্তানের পক্ষ থেকেও একের পর এক পাল্টা বক্তব্য সামনে আসছে। বর্তমান প্রেক্ষাপটে পাক রাষ্ট্রদূতের এমন মন্তব্য দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলে মনে করছে আন্তর্জাতিক মহল।