New Update
/anm-bengali/media/media_files/2025/07/11/zelenskyy-2025-07-11-02-30-59.jpeg)
নিজস্ব সংবাদদাতা : ইউরোপীয় ইউনিয়নের (EU) পক্ষ থেকে ইউক্রেনকে আরও আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাবে তীব্র বিরোধিতা করলেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষ থেকে একটি অনুরোধের জবাবে অরবান ইউক্রেনকে সাহায্য করার এই ধারণাকে এক বিতর্কিত ও তীব্র উপমার মাধ্যমে প্রকাশ করেছেন।
কঠিন ভাষায় আক্রমণ শানিয়ে ভিক্টর অরবান বলেন যে, ইউক্রেনকে আরও অর্থ সাহায্য দেওয়াটা অনেকটা "একজন মাতালকে আর এক বাক্স ভদকা পাঠানোর মতো।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/09/Oay9vmIQxxfmpkh4nKBv.jpeg)
তিনি অভিযোগ করেন যে, ইউরোপীয় কমিশন ইউক্রেনকে আরও বেশি অর্থ দেওয়ার প্রস্তাব করছে, অথচ ইউক্রেনকে দেওয়া অর্থের ওপর কোনো কঠোর নিয়ন্ত্রণ বা স্বচ্ছতা দাবি করছে না। তাঁর মতে, ইউরোপীয় ইউনিয়নের উচিত ছিল এই তহবিলের ব্যবহার নিয়ে আরও কড়া তদারকির দাবি করা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us