/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
নিজস্ব সংবাদদাতা: রাশিয়ান তেল কেনার কারণে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের উচ্চ শুল্ক আরোপের সমস্যা নিয়ে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ মুখ খুললেন। তিনি বলেন, "আমরা যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে হস্তক্ষেপ করতে পারি না। আমরা বুঝতে পারছি, ভারতের ওপর চাপ রয়েছে। এ কারণেই আমাদের সম্পর্কের একটি কাঠামো তৈরি করার সময় সতর্ক থাকা প্রয়োজন, যা কোনো তৃতীয় দেশের প্রভাবমুক্ত হতে হবে...আমরা জানি, ভারত তার জাতীয় স্বার্থ নির্ধারণে খুবই সার্বভৌম। আমরা ভারতের এই বৈশিষ্ট্যকে প্রশংসা করি"।
আফগানিস্তান সম্পর্কে ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেস্কভ বলেন, "আফগানিস্তান- এটি প্রাক্তন সোভিয়েত যুগের দেশগুলোর জন্য একটি প্রতিবেশী দেশ। আমাদের আফগানিস্তানের সঙ্গে আলোচনা করতে হবে"।

#WATCH | On India facing high US tariffs due to buying Russian oil, Kremlin Spokesman Dmitry Peskov says," We cannot interfere in the diplomatic relations between the US and India. We understand that there is pressure over India. This is the reason we have to be careful in… pic.twitter.com/jAiOiV1Afs
— ANI (@ANI) December 2, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us