শ্রীলঙ্কায় এক টুকরো ইংল্যান্ড

শ্রীলঙ্কায় এক টুকরো ইংল্যান্ড দেখেছেন? নুওয়ারা এলিয়া গল্ফ ক্লাবটিকে এক নজরে দেখলে এমনটা অনেকেরই মনে হতে পারে। নুওয়ারা এলিয়া গল্ফ ক্লাবটি শ্রীলঙ্কার প্রাচীনতম গল্ফ ক্লাবগুলির মধ্যে একটি।

author-image
SWETA MITRA
New Update
srilanka.jpg

নিজস্ব প্রতিনিধি, কলম্বোঃ শ্রীলঙ্কায় এক টুকরো ইংল্যান্ড দেখেছেন? নুওয়ারা এলিয়া গল্ফ ক্লাবটিকে এক নজরে দেখলে এমনটা অনেকেরই মনে হতে পারে। নুওয়ারা এলিয়া গল্ফ ক্লাবটি শ্রীলঙ্কার প্রাচীনতম গল্ফ ক্লাবগুলির মধ্যে একটি। শিব কারনানি এই চোখ ধাঁধানো গল্ফ কোর্সের ঘরে ও বাইরের ছবি সকলের সামনে তুলে ধরেছেন। লাগামছাড়া মন্দা এবং মূল্যবৃদ্ধি সত্ত্বেও নুওয়ারা এলিয়া গল্ফ কোর্স বুক চিতিয়ে এখনও দাঁড়িয়ে রয়েছে।