'এই সম্মান ভারতের', ফ্রান্সের সর্বোচ্চ সম্মান পেয়ে আবেগপ্রবণ মোদী

ফ্রান্সে ২ দিনের সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্মানের তালিকায় আরও এক সম্মান যুক্ত হয়েছে।

author-image
SWETA MITRA
New Update
modi macroo.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ফ্রান্স সফরে গিয়ে বিশেষ সম্মান পেয়ে অভিভূত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ফ্রান্সের সর্বোচ্চ সম্মান 'গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনার'-এ ভূষিত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, এটি ভারতের ১৪০ কোটি মানুষের জন্য সম্মানের বিষয়।

এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘এই সম্মান ভারতের প্রতি ফ্রান্সের জনগণের গভীর স্নেহ এবং ভারতের সঙ্গে বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্পকে প্রতিফলিত করে। অত্যন্ত নম্রতার সঙ্গে আমি লিজিওন অফ অনার-এর গ্র্যান্ড ক্রস গ্রহণ করছি। এটি ভারতের ১৪০ কোটি মানুষের জন্য সম্মানের বিষয়। আমি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ফ্রান্সের সরকার ও জনগণকে ধন্যবাদ জানাচ্ছি। এটি ভারতের প্রতি তাদের গভীর স্নেহ এবং আমাদের জাতির সাথে বন্ধুত্বকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প প্রকাশ করে।‘

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনার প্রদান করেন। এটি সামরিক বা বেসামরিক আদেশে ফ্রান্সের সর্বোচ্চ সম্মান। প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে এই সম্মান পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

এলিসি প্যালেসে ম্যাক্রোঁ প্রধানমন্ত্রী মোদীকে একটি ব্যক্তিগত নৈশভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে ২০২৩ সালের ১৩ জুলাই ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিওন অফ অনার প্রদান করেন ফ্রান্স প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি মিঃ ইমানুয়েল ম্যাক্রোঁ। ভারতের জনগণের পক্ষ থেকে এই একক সম্মানের জন্য রাষ্ট্রপতি ম্যাক্রোঁকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

এই প্রসঙ্গে ভারতের বিদেশ মন্ত্রকের অন্যতম মুখপাত্র অরিন্দম বাগচী এক টুইটবার্তায় বলেন, 'ভারত-ফ্রান্স অংশীদারিত্বের চেতনাকে প্রতিফলিত করে একটি উষ্ণ অঙ্গভঙ্গি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফ্রান্সের সর্বোচ্চ পুরস্কার গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিওন অব অনারে ভূষিত হয়েছেন। আর তাঁকে এই সম্মান দিয়েছেন রাষ্ট্রপতি মিঃ ইমানুয়েল ম্যাক্রোঁ।‘

উল্লেখ্য, অতীতে দক্ষিণ আফ্রিকার প্রয়াত প্রাক্তন প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, তৎকালীন প্রিন্স অব ওয়েলস কিং চার্লস, সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল এবং জাতিসংঘের সাবেক মহাসচিব বুত্রোস বুত্রোস-ঘালিসহ বিশ্বের কয়েকটি বিশিষ্ট নেতা ও বিশিষ্ট ব্যক্তিত্বকে গ্র্যান্ড ক্রস অব দ্য লিজিয়ন অব অনার প্রদান করা হয়।   

It is with great humility that I accept the Grand Cross of the Legion of Honor. This is an honour for the 140 crore people of India. I thank President @EmmanuelMacron, the French Government and people for this gesture. It shows their deep affection towards India and resolve for… pic.twitter.com/Nw7V1JVgpb

— Narendra Modi (@narendramodi) July 14, 2023