নিজস্ব সংবাদদাতা : উত্তর সাগরে দুটি জাহাজের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটেছে। স্থানীয় সূত্রে খবর, প্রায় ২৪ ঘণ্টা পরেও দুটো জাহাজে আগুন জ্বলছে। সোমবার রাত ১০টার দিকে বিষাক্ত রাসায়নিক বহনকারী একটি পণ্যবাহী জাহাজ একটি তেল ট্যাঙ্কারের সঙ্গে ধাক্কা খায়। এই সংঘর্ষে এক ক্রু সদস্য এখনও নিখোঁজ।
/anm-bengali/media/media_files/2025/03/11/1000168500-672955.webp)
সূত্রের খবর অনুযায় জানা গিয়েছে, জাহাজ দুটির মধ্যে একটি ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের, যা সামরিক বাহিনীর জন্য জ্বালানি পরিবহন করছিল এবং অন্য আরেকটি জাহাজ ছিল পর্তুগালের।
/anm-bengali/media/media_files/2025/03/11/1000168499-725580.webp)
কোস্টগার্ডের কমান্ডার ম্যাথিউ অ্যাটকিনসন জানিয়েছেন, এই দুর্ঘটনায় এখনো পর্যন্ত ৩৬ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এদের মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।