নির্বাচনে হেরেছিলেন শেহবাজ শরীফ,জোর করে জিতিয়েছেন ট্রাম্পের বন্ধু আসিম মুনির ! সকাল সকাল বোমা ফাটালেন ইমরান খানের বোন নোরিন নিয়াজি

কি বোমা ফাটালেন ইমরান খানের বোন নোরিন নিয়াজি ?

author-image
Debjit Biswas
আপডেট করা হয়েছে
New Update
pakistan-prime-minister-shehbaz-sharif--and-us-president-elect-donald-trump-095140480-16x9

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানের বর্তমান চিফ মার্শাল আসিম মুনিরের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পিটিআই (PTI) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন নোরিন নিয়াজি। লাহোরে তিনি সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরকে 'স্বৈরশাসক' বলে অভিহিত করে অভিযোগ করেন যে, মুনিরই বর্তমান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে নির্বাচনে জিতিয়েছেন এবং তাঁর এই ক্ষমতার পিছনে রয়েছে আন্তর্জাতিক মহলের সমর্থন।

Imran khan

তিনি বলেন,''শেহবাজ শরীফ নিজের আসনে হেরে গিয়েছিলেন। অসীম মুনির তাঁকে জিততে সাহায্য করেছেন, তাই তিনিই এখন দেশের বড় শক্তি। উনি বাইরের রাষ্ট্র থেকেও যথেষ্ট সাহায্য পান, ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ওনাকে নিজের ভালো বন্ধু বলে উল্লেখ করেছেন। কিন্তু আমি মনে করিয়ে দিতে চাই যে এর আগেও স্বৈরশাসকরা এসেছেন। তাঁদের পরিণতিও ভালো হয়নি। দেখা যাক এই মানুষগুলি আর কত দিন টিকে থাকতে পারবে, অথবা কত দিন তারা এই দমন-পীড়ন চালিয়ে যেতে পারবে ?"