ইউক্রেন ইস্যুতে “প্ল্যান বি”র প্রয়োজন নেই: ন্যাটো মহাসচিব মার্ক রুটে

কিয়েভের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত, ইউরোপ ও কানাডাকে বাড়তি আর্থিক দায়িত্ব নেওয়ার আহ্বান।

author-image
Aniket
New Update
G7Q4IgyW8AARLya

নিজস্ব সংবাদদাতা: ন্যাটো মহাসচিব মার্ক রুটে জানিয়েছেন, ইউক্রেন বিষয়ে শান্তি আলোচনায় অগ্রগতি না হলেও জোটের কোনো “প্ল্যান বি”র প্রয়োজন নেই। তিনি স্পষ্টভাবে বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কিয়েভের প্রতি সমর্থনে অটল রয়েছে।

রুটে জোর দিয়ে উল্লেখ করেন, এখন সময় এসেছে ইউরোপীয় দেশসমূহ ও কানাডার আরও বেশি আর্থিক দায়িত্ব নেওয়ার। সাম্প্রতিক সময়ে ন্যাটোর অভ্যন্তরে কিছু সদস্য রাষ্ট্র শান্তি উদ্যোগের ফলপ্রসূতা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ইউক্রেনকে সহায়তার বিকল্প পথ নিয়ে ভাবছেন। এ প্রেক্ষাপটেই রুটের এই বক্তব্য গুরুত্ব পাচ্ছে।

তিনি আরও বলেন, ইউক্রেনের প্রতি সমর্থন বজায় রাখা নিরাপত্তা কাঠামোর জন্য অপরিহার্য, এবং ন্যাটো ঐক্যবদ্ধভাবেই এগিয়ে যাবে।