BREAKING: যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার নীরব মোদীর ভাই নেহাল মোদী ! দেখুন বড় খবর

বড় সাফল্য পেল ভারত।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-07-05 at 4.23.50 PM

NEHAL MODI

নিজস্ব সংবাদদাতা : আজ পলাতক হীরক ব্যবসায়ী নীরব মোদীর, ছোট ভাই নেহাল মোদীকে গ্রেপ্তার করলো যুক্তরাষ্ট্রের পুলিশ। মূলত ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) এবং সিবিআই (CBI)-এর পক্ষ থেকে প্রেরিত, প্রত্যর্পণ (extradition)-এর অনুরোধের ভিত্তিতেই, তাকে আটক করা হয়েছে বলে সরকারি সূত্রে জানানো হয়েছে। ৪৬ বছর বয়সী নেহালকে মোদীকে,গত শুক্রবার যুক্তরাষ্ট্রের পুলিশ বিভাগ গ্রেপ্তার করেছে। তারপর এই বিষয়ে ভারতীয় আধিকারিকদের যাবতীয় তথ্য জানানো হয়েছে। আগামী ১৭ই জুলাই নেহালের পরবর্তী শুনানি হবে। সেদিন তিনি জামিনের আবেদন করবেন বলে ধারণা করা হচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের প্রসিকিউশন বিভাগ তার তীব্র বিরোধিতা অবশ্যই করবে।

Arrest