/anm-bengali/media/media_files/2025/11/04/new-york-voter-2025-11-04-19-43-00.png)
নিজস্ব সংবাদদাতা: নিউ ইয়র্কে চলছে মেয়র নির্বাচন। ভোটের পরিবেশ উত্তপ্ত, ভোটারদের উদ্দীপনা চোখে পড়ার মতো। গণতন্ত্রের উৎসবে যোগ দিতে সকাল থেকেই লম্বা লাইনে দাঁড়াচ্ছেন নিউ ইয়র্কবাসী। প্রত্যেকে বলছেন—এই ভোট শহরের ভবিষ্যৎ নির্ধারণ করবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/07/mamdani-2025-10-07-20-22-09.png)
ভোটদান শেষে এক ভোটার বলেন, তিনি সম্পূর্ণ ডেমোক্র্যাটিক প্রার্থীদেরই ভোট দিয়েছেন। তাঁর কথা, “আমি ডেমোক্র্যাটিক লাইনেই ভোট দিয়েছি। কারণ আমি মনে করি ডেমোক্র্যাটিক পার্টি মানুষের জন্য কাজ করে। খুব সতর্কভাবে প্রতিটি প্রার্থীকে বেছে নিয়েছি।” তাঁর মতে, নিউ ইয়র্কের সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্যই এই সিদ্ধান্ত।
আরও এক ভোটার জানান, তিনি বিশেষভাবে ভোট দিয়েছেন মামদানিকে। কারণ—“সাশ্রয়ী বাসস্থান”। ওই ভোটারের কথায়, “Zohran Mamdani affordable housing নিয়ে কাজ করেন, তাই তাঁকেই ভোট দিয়েছি। শহরে সাধারণ মানুষের বাসস্থানের সংকট ভয়ংকর, এই সমস্যার সমাধান চাই।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us