/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতাঃ জার্মানি ইউক্রেনীয় শরণার্থীদের জন্য সহায়তা নীতিতে বড় পরিবর্তন আনছে। ডয়চে ভেলের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের ১ এপ্রিলের পর যারা দেশটিতে প্রবেশ করবেন, তারা আগের তুলনায় কম আর্থিক সহায়তা পাবেন—যা আশ্রয়প্রার্থীদের মানের সমান। তাদের জন্য সাধারণ স্বাস্থ্যসেবা বরাদ্দ থাকবে, পূর্ণাঙ্গ স্বাস্থ্যবিমা নয়। এছাড়া চাকরি খোঁজার ক্ষেত্রে কঠোর নজরদারি চালানো হবে। তবে কাজের অধিকার, আবাসন সুবিধা, শিশু ভাতা এবং ভাষা শিক্ষার কোর্স অব্যাহত থাকবে। নতুন নীতিকে ইতোমধ্যেই সমালোচনা করেছে সামাজিক গণতান্ত্রিক দল ও মানবাধিকার সংস্থাগুলো। তাদের মতে, এই পরিবর্তন ইউক্রেনীয় শরণার্থীদের জার্মান সমাজে একীভূত হতে বাধা সৃষ্টি করতে পারে। প্রস্তাবিত আইনটি কার্যকর হতে এখনও বুন্ডেসটাগ ও বুন্ডেসরাটের অনুমোদন প্রয়োজন।
⚡️Germany is cutting support for Ukrainian refugees who arrived after April 1, 2025, — DW.
— BLYSKAVKA (@blyskavka_ua) November 19, 2025
New arrivals will receive lower payments at the level of asylum seekers, basic medical care instead of standard insurance, and increased monitoring of job searching; meanwhile, the right…
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us