চীনা বক্তব্যের প্রসঙ্গে নতুন বিতর্ক: অরুণাচল থেকে আসা মহিলার ট্রানজিট আটক—ভারত-চীন সীমান্ত ইস্যুতে ‘পরিবর্তিত চিন্তাধারা’ দেখছেন বিশেষজ্ঞ

জেএনইউ-র চাইনিজ স্টাডিজ বিশেষজ্ঞ অধ্যাপক শ্রীকান্ত কন্ডাপল্লির মন্তব্য—“চীনের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত, আলোচনার গতি বাড়ানো জরুরি”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-25 9.29.32 PM

নিজস্ব সংবাদদাতা: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং-এর মন্তব্যে প্রতিক্রিয়া জানিয়ে জেএনইউ-র চীনা বিষয়ক বিশেষজ্ঞ প্রফেসর শ্রীকান্ত কণ্ডাপল্লি বলেন, চীনের অবস্থানে সময়ের সঙ্গে পরিবর্তন দেখা গেছে। তিনি জানান, ২০০৫ সালে বেইজিংয়ের পক্ষ থেকে সমগ্র অরুণাচলকে বিতর্কিত বলা হলেও এখন বিভিন্ন ইস্যুতে চীন আগের অবস্থান থেকে ভিন্ন বার্তা দিচ্ছে।

তিনি আরও বলেন, সাংহাইয়ে অরুণাচলপ্রদেশের এক মহিলাকে ট্রানজিটে আটকানোর ঘটনাটি দু’দেশের আলোচনার মাধ্যমে সমাধান করা প্রয়োজন। তাঁর মতে, সীমান্তবিতর্কের বিষয়ে দ্রুত আলোচনা এগোনো এবং জনসাধারণের যাতায়াতে অযথা বিঘ্ন না ঘটানো—উভয় পক্ষেরই তা নিশ্চিত করা উচিত।