গাজায় হামলার মাঝেই বন্দি মুক্তির আলোচনার নির্দেশ নেতানিয়াহুর

গাজায় বড়সড় সামরিক অভিযানের আগে বন্দি মুক্তির আলোচনার নির্দেশ নেতানিয়াহুর।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Benjamin Netanyahu

File Picture



নিজস্ব সংবাদদাতা: গাজার ওপর তীব্র সামরিক চাপ অব্যাহত রেখেই অবশিষ্ট সমস্ত বন্দি মুক্তির লক্ষ্যে অবিলম্বে আলোচনার নির্দেশ দিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, ইসরায়েলি সেনারা গাজার সবচেয়ে বড় শহরে ব্যাপক হামলা চালাচ্ছে এবং এরই মাঝে দ্রুত আলোচনার মাধ্যমে আটক ব্যক্তিদের মুক্তির পথ খোঁজা হচ্ছে।

ইতিমধ্যেই গাজার বহু এলাকায় ইসরায়েলি সেনারা বিমান ও স্থল অভিযান জোরদার করেছে। সেনা সূত্রে দাবি, আসন্ন বৃহৎ সামরিক অভিযানের আগে শহরের কৌশলগত অবস্থানগুলোকে দুর্বল করাই এই হামলার উদ্দেশ্য। ফলে গাজার সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।