/anm-bengali/media/media_files/zoXrz2g32fEiWjRGmxRw.webp)
নিজস্ব সংবাদদাতা: প্রায় দুই বছরের রক্তক্ষয়ী সংঘাতের পর নতুন দিগন্ত খুলতে চলেছে গাজা যুদ্ধ। বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ঘোষণা করলেন, গাজায় আটক সব বন্দিকে মুক্ত করার জন্য অবিলম্বে আলোচনায় বসবে ইসরায়েল। একইসঙ্গে তিনি ইঙ্গিত দিলেন, গ্রহণযোগ্য শর্তে যুদ্ধ শেষ করতেও প্রস্তুত তাঁর সরকার।
গাজার মাটিতে মোতায়েন সেনাদের উদ্দেশ্যে সরাসরি কথা বলেন নেতানিয়াহু। জানান, তিনি সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করে গাজা সিটি দখল ও হামাসকে পরাজিত করার পরিকল্পনা অনুমোদন দিয়েছেন। নেতানিয়াহুর ভাষায়—“আমরা এখন চূড়ান্ত বিজয়ের পর্যায়ে পৌঁছে গেছি। গাজার নিয়ন্ত্রণ নেওয়া এবং হামাসকে হারানোর জন্য সেনাদের উপস্থাপিত পরিকল্পনায় আমি সায় দিয়েছি।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/21/4NADNoe1W2PXR3VXa6hV.webp)
তবে যুদ্ধের পাশাপাশি তিনি স্পষ্ট করে দিয়েছেন, বন্দি মুক্তির জন্য তৎক্ষণাৎ আলোচনা শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “আমাদের মন্ত্রিসভা আগেই সিদ্ধান্ত নিয়েছে—সব বন্দিকে একসঙ্গে মুক্তি না দিলে যুদ্ধবিরতি হবে না। সেই শর্ত মেনেই আমরা আলোচনায় বসব।”
এই ঘোষণা ঘিরে নতুন করে জল্পনা শুরু হয়েছে, অবশেষে কি তবে গাজা যুদ্ধের অবসান ঘটতে চলেছে? নাকি হামাসের শর্ত ও ইসরায়েলের শর্তের দ্বন্দ্বে সমাধান আরও জটিল হবে?
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us