“খামেনেইকে মারলেই যুদ্ধ শেষ!” — নেতানিয়াহুর মন্তব্যে কাঁপছে মধ্যপ্রাচ্য!

"খামেনেইকে সরালেই শেষ হতো যুদ্ধ!"নেতানিয়াহুর বিস্ফোরক মন্তব্য।

author-image
Tamalika Chakraborty
New Update
khamenei

নিজস্ব সংবাদদাতা: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের একটি বড়সড় পরিকল্পনা আটকে দিয়েছিলেন — এমনটাই জানা গিয়েছে। সেই পরিকল্পনা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইকে হত্যা করা।

এই ঘটনার একদিন পর, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু স্পষ্টভাবে জানালেন, যদি ইরানের এই শীর্ষ নেতাকে সরিয়ে দেওয়া যেত, তাহলে মধ্যপ্রাচ্যের সংঘর্ষ দ্রুত শেষ হয়ে যেত। তিনি আরও বলেন, “এই ধরনের পদক্ষেপ যুদ্ধকে বাড়াবে না, বরং শেষ করবে।”  এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন, এই পদক্ষেপে মধ্যপ্রাচ্য আবার “মহান” হয়ে উঠতে পারত।

israel pm .jpg

ট্রাম্প এই পরিকল্পনা অনুমোদন করেননি, কারণ তিনি আশঙ্কা করেছিলেন, এতে ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাত আরও বেড়ে যেতে পারে। এই মন্তব্যে এখন নতুন করে আলোড়ন তৈরি হয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে। বিশেষজ্ঞদের মতে, যদি এমন পদক্ষেপ নেওয়া হতো, তাহলে তা বিশ্ব রাজনীতিতে বিশাল এক পরিবর্তন আনতে পারত।