পাকিস্তান আর চীনের প্ররোচনা,নেপালের মানচিত্রে যুক্ত হল ভারতের বেশকিছু অংশ ! নেপালের নতুন টাকায় প্রকাশিত হল বিতর্কিত মানচিত্র

কেন নেপালের নতুন টাকায় প্রকাশিত হল বিতর্কিত মানচিত্র ?

author-image
Debjit Biswas
New Update
Modi

নিজস্ব সংবাদদাতা : ভারত-নেপাল সীমান্ত বিতর্ককে ফের একবার উসকে দিয়ে এবার নেপাল সরকার তাদের নতুন ১০০ নেপালি রুপি (NPR) নোটে, নেপালের একটি সংশোধিত মানচিত্র প্রকাশ করেছে, যেখানে ভারতের লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানির মতো অঞ্চলগুলি নেপালের অংশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। নেপালের এই একতরফা পদক্ষেপকে 'অবাঞ্ছিত এবং অযৌক্তিক' বলে তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ভারতের প্রাক্তন কূটনীতিক কেপি ফ্যাবিয়ান নেপালের এই পদক্ষেপের কঠোর সমালোচনা করে এর পিছনে বিদেশী শক্তির হাত থাকার ইঙ্গিত দিয়েছেন।

তিনি বলেন,''যদি নেপাল এমনটাই মনে করে যে ভারতীয় ভূখণ্ডের একটি অংশ আসলে নেপালের, তবে নেপালের উচিত ছিল এই বিষয়ে কূটনৈতিকভাবে ভারতের সঙ্গে আলোচনা করা, শুধু নিজেদের মুদ্রায় একটি সংশোধিত মানচিত্র প্রকাশ করা নয়। প্রতিবেশীদের সঙ্গে সমস্যা সমাধানের এটাই সেরা উপায়। নেপালের এই কাজটি করার কোনও প্রয়োজন ছিল না।"

KP FABIAN

এরপর তিনি আরও বলেন,''সম্ভবত চীন, এবং এমনকি পাকিস্তান নেপালকে এই কাজটি করতে উসকানি দিয়েছে। নেপাল তার নিজের স্বার্থের জন্য এরকম একটি বোকামিপূর্ণ কাজ করেছে।"