চিনা ছাপাখানায় নেপালের টাকা! মানচিত্র ইস্যু নিয়ে ভারতের সঙ্গে ফের বাড়তে পারে টানাপোড়েন

চিনের সংস্থা এবার নেপালের ৫০, ৫০০ ও ১,০০০ টাকার নোট ছাপবে। নতুন নোটে থাকছে জাতীয় ফুল ও বিতর্কিত মানচিত্র।

author-image
Tamalika Chakraborty
New Update
nepal comtroversy

নিজস্ব সংবাদদাতা: নেপালের নতুন নোট ছাপার দায়িত্ব পেল চিনা সংস্থা। নেপাল রাষ্ট্র ব্যাঙ্ক জানিয়েছে, তারা ৫০, ৫০০ এবং নতুন ১,০০০ টাকার নোট ছাপার বরাত দিয়েছে China Bank Note Printing and Minting Corporation-কে। নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্কের মুখপাত্র গুরু প্রসাদ পউডেলের মতে, আগামী ন’মাসের মধ্যেই এই সমস্ত নোট ছাপিয়ে সরবরাহ করবে ওই চিনা সংস্থা।

ব্যাংকের পক্ষ থেকে নোটের নকশা ও নিরাপত্তা সংক্রান্ত সব নির্দেশিকা পাঠানো হবে। সেই অনুযায়ী চিনা সংস্থা নকশা তৈরি করবে এবং নেপাল রাস্ট্রা ব্যাঙ্কের অনুমোদনের পরই ছাপানো হবে নোট। এর আগেও এই একই সংস্থা নেপালের ৫, ১০, ১০০ এবং ৫০০ টাকার নোট ছেপেছে। সম্প্রতি ৪৩ কোটি ১,০০০ টাকার নতুন নোট ছাপার জন্য তাদের ‘লেটার অফ ইনটেন্ট’ দেওয়া হয়।

nepal cotroversial notes

নতুন ১,০০০ টাকার নোটে থাকছে নেপালের জাতীয় ফুল রোডোডেনড্রনের ছবি। সেখানে সাতটি ফুলের মাধ্যমে দেশের সাতটি প্রদেশকে তুলে ধরা হবে। এটি আগের নোটের তুলনায় নতুন সংযোজন। এছাড়াও এই সিরিজে প্রথমবার দেখা যাবে বর্তমান গভর্নর অধ্যাপক ডাক্তার বিশ্ব নাথ পউডেলের স্বাক্ষর।

এদিকে বৃহস্পতিবার নেপালের কেন্দ্রীয় ব্যাঙ্ক নতুন ১০০ টাকার নোট প্রকাশ করেছে, যেখানে সংশোধিত মানচিত্র ছাপানো হয়েছে। সেই মানচিত্রে কালাপানি, লিপুলেখ এবংলিম্পিআয়ধ্যা অঞ্চলকে নেপালের অংশ হিসেবে দেখানো হয়েছে। যদিও এই তিনটি এলাকাকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে ভারত। নেপালের দাবি, ১৮১৬ সালের সুগৌলি চুক্তি অনুযায়ী এই এলাকাগুলি তাদের।

২০২০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী কেপি ওলি শর্মার সরকার প্রথম এই বিতর্কিত মানচিত্র প্রকাশ করে, যা পরে সংসদেও অনুমোদিত হয়। সে সময় ভারতের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছিল। এর আগেও নেপালের ১ ও ২ টাকার কয়েনে একই মানচিত্র ব্যবহার করা হয়েছিল বলে জানিয়েছেন ব্যাঙ্ক আধিকারিকরা।