New Update
/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: নেপালের নাগরিক উন্মুক্তি পার্টির আইনপ্রণেতারা একত্রে পদত্যাগ করেছেন। সাংসদরা সংসদ বিলুপ্তির দাবি করে তাদের পদত্যাগ পত্র জমা দিয়েছেন। নাগরিক উন্মুক্তি হল তৃতীয় দল হিসেবে বড় সংখ্যায় পদত্যাগ করেছে। এর আগে, রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টি এবং রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির আইনপ্রণেতারাও সম্মিলিতভাবে পদত্যাগ করেছিলেন। রাষ্ট্রীয় স্বাধীনতা পার্টির ২১ জন সাংসদ, রাষ্ট্রীয় প্রজাতন্ত্র পার্টির ১৪ জন সাংসদ এবং নাগরিক উম্মুক্তির ৪ জন সাংসদ করলেন পদত্যাগ।
জনতা সমাজবাদী পার্টির ৭ জন সাংসদ এবং ওলি সরকারের অংশ হিসেবে থাকা জনমত পার্টির ৬ জন সাংসদ সবাই মিলে শীঘ্রই পদত্যাগের সিদ্ধান্ত নিতে পারে বলেও শোনা যাচ্ছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2025/09/At-least-19-people-killed-as-govt-in-Nepal-struggled-to-control-GEN-Z-protests-against-ban-on-social-media-Photo-Kathmandu-Post-440712.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us