নেপালে রণক্ষেত্র! ‘জেন জেড’ বিক্ষোভে লাথি খেলেন নেপালের বিদেশমন্ত্রী অরজু দেবা

নেপালে বিক্ষোভের মুখে মারধরের শিকার হলেন বিদেশমন্ত্রী।

author-image
Tamalika Chakraborty
New Update
Nepal foreign minister

নিজস্ব সংবাদদাতা: নেপালে দুর্নীতি, স্বজনপ্রীতি আর সোশ্যাল মিডিয়া নিষিদ্ধের বিরুদ্ধে তরুণ প্রজন্মের নেতৃত্বে শুরু হওয়া ‘জেন জেড’ বিক্ষোভ রূপ নিল সহিংসতায়। এই তাণ্ডবের মাঝেই দেশের পররাষ্ট্রমন্ত্রী অরজু রানা দেবা নিজ বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলার মুখে পড়লেন।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এক চাঞ্চল্যকর ভিডিওতে দেখা যায়, ৬৩ বছর বয়সী অরজু দেবার মুখ রক্তাক্ত, তিনি রক্ত মুছছেন। চারপাশে দাঁড়িয়ে থাকা বিক্ষোভকারীরা মোবাইলে ভিডিও করছে। হঠাৎই কয়েকজন তাকে পেছন থেকে লাথি মারে এবং সামনাসামনি ঘুষি দেয়।

nepal protest

সোমবার শুরু হওয়া এই বিক্ষোভে ইতিমধ্যেই ২১ জন নিহত হয়েছে, আহত তিন শতাধিক। তরুণদের নেতৃত্বে চলা আন্দোলনটি যেন বহুদিনের ক্ষোভের বিস্ফোরণ—রাজনীতিবিদদের পরিবারতন্ত্র, দুর্নীতি আর অব্যবস্থাপনার বিরুদ্ধে তাদের রাগ আগুনে পরিণত হয়েছে।

কাঠমান্ডুর রাস্তায় এখন প্রায় যুদ্ধাবস্থার মতো দৃশ্য। দলবদ্ধ তরুণ-তরুণীরা দখল করে নিচ্ছে জনপথ, পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে বারবার। রাজধানীর আকাশজুড়ে টিয়ার গ্যাস, ধোঁয়া আর আতঙ্কের আবহ বিরাজ করছে।