BREAKING: নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি !

ফের বড় সম্মান পেলেন নরেন্দ্র মোদি।

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : আজ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘Order of the Most Ancient Welwitschia Mirabilis’-এ সম্মানিত করা হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। নামিবিয়ার প্রেসিডেন্ট ড. নেটুম্বো নান্দি-এনডাইটওয়া এই সম্মান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে তুলে দেন। এই পুরস্কার ভারত-নামিবিয়া সম্পর্ককে আরও গভীর তুলবে বলে, কূটনৈতিক মহলের অভিমত।

PM Narendra Modiw1.jpg