New Update
/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতা : গতকাল ঘানার রাজধানী আক্রার, জুবিলি হাউসে আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে, ঘানার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা’ পুরস্কারে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজনৈতিক মহলে অভিমত,এই সম্মান আসলে ভারত-ঘানা সম্পর্ককে আরও গভীর করার একটি ইঙ্গিত এবং ঘানার অর্থনৈতিক ও প্রযুক্তিগত উন্নয়নে ভারতের অবদানের একটি বিশেষ স্বীকৃতি। বিশেষ করে পরিকাঠামো, তথ্যপ্রযুক্তি এবং শিক্ষা ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্যই এই সম্মান দেওয়া হয়েছে নরেন্দ্র মোদিকে।