/anm-bengali/media/media_files/2025/04/23/Id2Mcz7nko0mqEslrWjK.jpg)
নিজস্ব সংবাদদাতা : আজ নামিবিয়ার সংসদে ভাষণ দিতে গিয়ে এক বড় মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''কয়েক মাস আগেই, নামিবিয়া একটি ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থেকেছে। কারণ কয়েক মাস আগেই, নামিবিয়ায় প্রথম কোনও মহিলা প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। আমরা আপনার গর্ব ও আনন্দ বুঝতে পারি, কারণ ভারতেও আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বলি ‘ম্যাডাম প্রেসিডেন্ট’।" এরপর তিনি আরও বলেন,''ভারতের সংবিধানের শক্তিই, এমন একটি দরিদ্র আদিবাসী পরিবারের কন্যাকে, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের রাষ্ট্রপতি হওয়ার সুযোগ দিয়েছে। আবার সেই একই সংবিধান, আমার মতো একজন দরিদ্র পরিবারের সন্তানকেও তিনবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ দিয়েছে। যাদের কিছুই নেই, তাদের জন্য সংবিধানই সবচেয়ে বড় ভরসা।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/NjJkBhtYeZtreFY8su3T.jpg)
#WATCH | Windhoek: Addressing the Parliament of Namibia, PM Narendra Modi says, "A few months ago, you celebrated a historic moment, Namibia elected its first woman president. We understand and share your pride and joy because in India, we also proudly say Madam President. It is… pic.twitter.com/7dr3mldANa
— ANI (@ANI) July 9, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us