নিজস্ব সংবাদদাতা : আজ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ভারত-নামিবিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এক বড় মন্তব্য করেন তিনি। তিনি বলেন,''নামিবিয়া বিশ্বের অন্যতম বড় হীরে উৎপাদক দেশ, আর ভারত বিশ্বের সবচেয়ে বড় হীরে পালিশ শিল্পের কেন্দ্র। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আগামী দিনে ভারত-নামিবিয়ার অংশীদারিত্বও ঠিক হীরের মতোই উজ্জ্বল হবে।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/UeoyakaUw46Z9oowuaVv.jpg)
BREAKING: হীরের মতো উজ্জ্বল হবে ভারত-নামিবিয়া সম্পর্ক ! নামিবিয়া সম্পর্কে বড় দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
কি বললেন নরেন্দ্র মোদি ?
নিজস্ব সংবাদদাতা : আজ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপর ভারত-নামিবিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে এক বড় মন্তব্য করেন তিনি। তিনি বলেন,''নামিবিয়া বিশ্বের অন্যতম বড় হীরে উৎপাদক দেশ, আর ভারত বিশ্বের সবচেয়ে বড় হীরে পালিশ শিল্পের কেন্দ্র। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, আগামী দিনে ভারত-নামিবিয়ার অংশীদারিত্বও ঠিক হীরের মতোই উজ্জ্বল হবে।”