BREAKING: স্বাধীনতা সংগ্রামে নামিবিয়ার পাশে ছিল ভারত ! নামিবিয়ার সংসদে ইতিহাসের পাতা উল্টালেন মোদি

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
narendra modi awd1.jpg

নিজস্ব সংবাদদাতা : আজ নামিবিয়ার সংসদে বক্তব্য রাখতে গিয়ে ফের একবার ইতিহাসের পাতা উল্টালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''নামিবিয়ার মুক্তিযুদ্ধের সময় ভারতের সমস্ত জনগণ অত্যন্ত গর্বের সঙ্গে নামিবিয়ার পাশে দাঁড়িয়েছিল। এমনকি আমাদের নিজেদের স্বাধীনতার আগেই, ভারত জাতিসংঘে 'সাউথ ওয়েস্ট আফ্রিকা'র (বর্তমান নামিবিয়া) বিষয়ে আওয়াজ তুলেছিল।''

Modi

এরপর তিনি বলেন,''জাতি সংঘের শান্তিরক্ষা বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন একজন ভারতীয় লেফটেন্যান্ট জেনারেল, দেবান প্রেম চাঁদ। নামিবিয়ায় শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।"