New Update
/anm-bengali/media/media_files/vdlQHQCkwgPmcex827SC.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার ত্রিনিদাদ ও টোবাগো সফরে গিয়ে দুই দেশের মধ্যে এক সাংস্কৃতিক মেলবন্ধন ঘটালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ পোর্ট অফ স্পেনে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা প্রসাদ-বিসেসের হাতে, মহাকুম্ভ থেকে সংগৃহীত সঙ্গম ও সরযূ নদীর পবিত্র জল এবং অযোধ্যার রাম মন্দিরের একটি প্রতিকৃতি তুলে দেন। এরপর মোদি বলেন, ''এই উপহার ভারত এবং ত্রিনিদাদ ও টোবাগোর মধ্যেকার গভীর সাংস্কৃতিক সম্পর্কের প্রতীক।''
#WATCH | Port of Spain: Prime Minister Narendra Modi presents holy water of Sangam and Saryu River from Maha Kumbh and a replica of Ram Mandir to the Prime Minister of Trinidad and Tobago, Kamla Persad-Bissessar.
— ANI (@ANI) July 4, 2025
(Video: DD News) pic.twitter.com/o2yMl1Vt9G