BREAKING: বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতের UPI প্রযুক্তি গ্রহণ করবে নামিবিয়া ! বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

কি ঘোষণা করলেন মোদি ?

author-image
Debjit Biswas
New Update
Narendra Modi

নিজস্ব সংবাদদাতা : আজ নামিবিয়ার সংসদে ভাষণ দিতে গিয়ে এক বড় ঘোষণা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন,''আমরা খুবই আনন্দিত যে নামিবিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারতের ইউপিআই (Unified Payment Interface) প্রযুক্তি গ্রহণ করতে চলেছে। খুব শীঘ্রই এখানকার মানুষ 'তাঙ্গি উনেনে' উচ্চারণ করার আগেই একে-অপরকে অর্থ পাঠাতে পারবেন।''

e

এরপর তিনি বলেন,''আমাদের দ্বিপাক্ষিক বাণিজ্য ইতিমধ্যেই ৮০০ মিলিয়ন ডলার অতিক্রম করেছে। কিন্তু এটি তো সবে শুরু। ক্রিকেট খেলার মতোই, আমরা এখনও শুধু 'ওয়ার্ম আপ' করছি। এরপর আমরা আরও দ্রুত রান করব এবং আরও বেশি রান করব।"