BIG BREAKING: পরপর তিনটি ভূমিকম্পে ফের কেঁপে উঠলো মায়ানমার ! দেখুন লেটেস্ট আপডেট

মায়ানমার প্রশাসনের তরফ থেকে পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

author-image
Debjit Biswas
New Update
myanmar earthquake

নিজস্ব সংবাদদাতা : গত শুক্রবারের ভয়াবহ ভূমিকম্পে কমপক্ষে এক হাজারেরও বেশি প্রাণহানি ঘটার পর, আজ শনিবার ফের নতুন করে কেঁপে উঠল মিয়ানমার। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) জানিয়েছে, মায়ানমারের রাজধানী নেপিদো’র কাছে, ভারতীয় সময় দুপুর ২টো ৫০ মিনিট নাগাদ ৫.১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে।

a76803c0-0bc5-11f0-ac9f-c37d6fd89579

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানায়, আজ ৩.৬ থেকে ৪.৭ মাত্রার অন্তত তিনটি ছোট ছোট ভূমিকম্প ফের মায়ানমারে আঘাত হেনেছে। তবে এই তিনটি ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।