/anm-bengali/media/media_files/2025/07/01/elon-musk-a-2025-07-01-07-37-35.jpg)
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও একসময়ের উপদেষ্টা হিসেবে পরিচিত টেসলা ও স্পেসএক্স প্রধান ইলন মাস্ক ফের তীব্র সমালোচনায় মুখর হয়েছেন ট্রাম্পের প্রস্তাবিত ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এর বিরুদ্ধে। বিলটিকে “উন্মাদনা” ও “সাধারণ আমেরিকানদের জন্য চরম বোঝা” আখ্যা দিয়ে মাস্ক দাবি করেছেন, এটি করদাতাদের ওপর ভয়ানক প্রভাব ফেলবে এবং যুক্তরাষ্ট্রকে আরও অস্থিরতার দিকে ঠেলে দেবে।
মাস্ক স্পষ্ট ভাষায় বলেন, রিপাবলিকানরা এ বিল পাস করিয়ে প্রকৃত রক্ষণশীল মূল্যবোধের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করেছে। তাঁর অভিযোগ, "এই বিল ফিসকাল কনজারভেটিভ বা অর্থনৈতিক রক্ষণশীলতার নামে সম্পূর্ণ ভণ্ডামি। যারা মানুষকে বোঝে এবং জনগণের স্বার্থে কাজ করে, এমন একটি নতুন দল এখন সময়ের দাবি।"
তিনি আরও জানান, এই বিল পাশ হলে তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠনের পথে হাঁটবেন, যার নাম হতে পারে "আমেরিকা পার্টি"। তাঁর মতে, এই দল জনগণের প্রকৃত কণ্ঠস্বর হয়ে উঠবে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/05/01/bRi7JKnmvzW59GQBgHc8.jpg)
প্রসঙ্গত, ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ হচ্ছে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের মূল অর্থনৈতিক ও নিরাপত্তা সংক্রান্ত আইন, যা বর্তমানে মার্কিন সিনেটে ঘড়ির কাঁটা ধরে বিতর্কিত ভোটাভুটির মধ্যে রয়েছে। বিলটিতে রয়েছে সামরিক খাতে $১৫০ বিলিয়ন অর্থ বরাদ্দ, সীমান্তে দেওয়াল নির্মাণ, অবৈধ অভিবাসীদের গণবহিষ্কারের পরিকল্পনা এবং কর ব্যবস্থায় বড় রদবদল।
ইলন মাস্ক, যিনি ট্রাম্পের প্রচারে এর আগেও $২৫০ মিলিয়ন ডলার পর্যন্ত অনুদান দিয়েছেন, এবার নিজেই সেই ট্রাম্প-সমর্থনের ছায়া থেকে বেরিয়ে এসে প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করলেন। এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি বলেন, “এই বিল জনগণের অর্থ নিয়ে খেলছে। মধ্যবিত্ত পরিবারগুলো ধ্বংসের মুখে পড়বে।”
সাধারণ মানুষের উপর বাড়তি করের বোঝা চাপিয়ে এই বিল পাস করার চেষ্টা রিপাবলিকানদের 'নৈতিক পতন' বলেও দাবি করেছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us