মেয়রকে গুলি করতেই আগুন মেক্সিকোতে! ভাঙচুর-গ্রেপ্তার—আতঙ্ক ছড়াচ্ছে উত্তেজনা

মেক্সিকোর মিচোয়াকান প্রদেশে অপরাধবিরোধী মেয়র কার্লোস মানজোকে হত্যা ঘিরে ভয়াবহ বিক্ষোভ। সরকারি ভবনে আগুন, ৮ জন গ্রেপ্তার। কৃষক নেতা খুনেরও ক্ষোভ।

author-image
Tamalika Chakraborty
New Update
mexico protest

নিজস্ব সংবাদদাতা: মেক্সিকো জ্বলছে ক্ষোভে। দুর্নীতি আর অপরাধের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি—আর সেই কারণেই কি তাঁর জীবন শেষ হয়ে গেল? মিচোয়াকান প্রদেশের নির্ভীক মেয়র কার্লোস মানজোকে ডে-অফ-দ্য-ডেড উৎসবের মঞ্চেই গুলি করে খুন করা হয়েছে। শনিবারের সেই নৃশংস হত্যাকাণ্ড গোটা মেক্সিকোকে নাড়িয়ে দিয়েছে। উত্তাল পথঘাট, আগুন জ্বলছে সরকারি ভবনে, প্রশাসনের বিরুদ্ধে মানুষের গর্জন ক্রমেই ভয়াবহ আকার নিচ্ছে।

সোমবার থেকে শুরু হওয়া বিক্ষোভ রীতিমতো দাউ দাউ করে জ্বলছে মোরেলিয়া জুড়ে। “অনাচার আর অবহেলার শেষ হোক”—এই স্লোগানে রাস্তায় নেমেছিলেন সাধারণ মানুষ। কিন্তু মুহূর্তেই শান্ত প্রতিবাদ রূপ নেয় বিস্ফোরক বিক্ষোভে। সরকারি প্রশাসনিক ভবনে প্রবেশ করে আগুন লাগানোর চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি—অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে আটজনকে গ্রেপ্তার করতে বাধ্য হয় কর্তৃপক্ষ।

এরপর মঙ্গলবার আরও ভয়ঙ্কর ছবি দেখা গেল। আপাটসিঙানে সরাসরি আগুন ধরিয়ে দেওয়া হল সিটি হল ভবনে। শহর প্রশাসন ফেসবুক পোস্টে লিখেছে—এটা সাধারণ মানুষের আন্দোলন নয়, শান্তি নষ্ট করাই উদ্দেশ্য কিছু “শক গ্রুপের”।

dead

এই ক্ষোভের মূল কারণ শুধু কার্লোস মানজোর মৃত্যু নয়। কৃষি সংগঠনের নেতা বার্নার্দো ব্রাভো মানরিকেজকেও অক্টোবরে খুন করা হয়েছিল—সেই ঘটনাটিও আজ তীব্র আগুনে ঘি ঢেলেছে। তিনি কৃষকদের নিরাপত্তা চেয়ে ছিলেন মাত্র কয়েকদিন আগেই।
আর সেই দাবি করার দায়েই কি প্রাণ গেল তাঁরও? মানুষের প্রশ্ন এখন একটাই—কবে বন্ধ হবে অপরাধী শাসন? কবে ন্যায় পাবে মিচোয়াকান?

মেক্সিকোর নাগরিকেরা আর ভয় পেতে রাজি নন। রাস্তায় আগুন, কণ্ঠে প্রতিবাদ—বার্তা পরিষ্কার: “অপরাধীদের রক্ষা নয়, ন্যায় চাই। এখনই।”