/anm-bengali/media/media_files/V31SrGLEm4uBq8ZUTUC3.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতা: জুলাইতে ভয়াবহ দুর্যোগ হবে দেশ জুড়ে। এখন থেকেই দেশবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিল চীন সরকার। মঙ্গলবার চীন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ৪ মাস আবহাওয়ায় চরম পরিবর্তন হবে। যার জেরে একাধিক প্রাকৃতিক দুর্যোগ হওয়ার সম্ভাবনা আছে।
দুর্যোগ মোকাবিলা করার জন্য এখন থেকেই ব্যবস্থা নিচ্ছে চীন সরকার। পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা রাখা হচ্ছে। দেশের বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে চীনের আবহাওয়া দফতর। সমুদ্র উপকূলে যারা থাকেন, তাঁদের অন্যত্র নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম থেকে জানানো হয়েছে যে, মধ্য ও দক্ষিণ-পশ্চিম চীনের বিশাল অংশে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেখানকার মানুষকে আগে থাকতেই সাবধান করা হয়েছে।
আবহাওয়া দফতর সতর্ক করেছে যে, জুলাই মাসে একাধিক প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হবে চীনের একাধিক শহর। বন্যা, প্রবল বৃষ্টি, টাইফুন এবং কিছু এলাকায় তাপমাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us