ইসরায়েল-ইরান সংঘর্ষ চরমে! তেহরানে একের পর এক গাড়ি বিস্ফোরণ কীসের ইঙ্গিত?

ইরানের বিভিন্ন শহর থেকে একাধিক গাড়ি বিস্ফোরণের খবর পাওয়া গিয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
iran attack


নিজস্ব সংবাদদাতা: রবিবার বিকেলে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী নজিরবিহীনভাবে ইরানের বেসামরিক নাগরিকদের সতর্ক করে জানায়, যেন তারা অস্ত্র কারখানা ও তার আশপাশের এলাকা তাড়াতাড়ি ছেড়ে দেয়।

ইসরায়েলের তৃতীয় দিনের এই সামরিক অভিযানের লক্ষ্য ছিল তেহরানের পরমাণু কর্মসূচি ও সামরিক শিল্পকে ধ্বংস করা। এদিন তেহরানের বিভিন্ন এলাকায় একের পর এক বিস্ফোরণ ও গাড়ি বোমা বিস্ফোরণের ঘটনাও ঘটে। স্থানীয় রিপোর্টে জানা যায়, আরও কয়েকজন পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন।

israel iran clash

ইরানের দক্ষিণাঞ্চলের শিরাজ শহরেও ইসরায়েলি হামলার খবর এসেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আরবি মুখপাত্র কর্নেল আভিচাই আদ্রেই ও পার্সি মুখপাত্র কামাল পেনহাসি  জানিয়েছেন, “যারা এই অস্ত্র কারখানা বা আশপাশে রয়েছেন, তারা অবিলম্বে এলাকা ছেড়ে চলে যান এবং নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত ফিরে না আসার অনুরোধ করা হচ্ছে। এসব স্থানে অবস্থান করলেই আপনার জীবন বিপদের মুখে পড়বে।”

ইতিমধ্যেই বিস্ফোরণের ধাক্কায় কেঁপে উঠেছে তেহরানসহ ইরানের আরও কিছু এলাকা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আকাশজুড়ে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ইরানের জাতিসংঘে নিযুক্ত রাষ্ট্রদূতের দেওয়া আগের তথ্য অনুযায়ী, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৮ জন নিহত ও ৩২০ জনের বেশি আহত হয়েছেন। রবিবার পর্যন্ত নতুন কোনো আনুষ্ঠানিক প্রাণহানির সংখ্যা জানানো হয়নি।