তেহরানের ভেতরে মোসাদের গোপন বেস! হামলার আগেই ঢুকে পড়েছিল বিস্ফোরক-ভর্তি ড্রোন

ইসরায়েলের হামলার আগেই ইরানে প্রবেশ করে মোসাদের বিস্ফোরক ভর্তি ড্রোন।

author-image
Tamalika Chakraborty
New Update
israel iran clash


নিজস্ব সংবাদদাতা: বৃহস্পতিবার গভীর রাতে ইরানের সামরিক ও পরমাণু স্থাপনায় ইসরায়েলি বিমান হামলার আগে, দেশটির গোয়েন্দা সংস্থা মোসাদ গোপনে ইরানের ভেতরেই একটি বিশেষ ঘাঁটি তৈরি করেছিল। সেখানে আগে থেকেই ড্রোন মজুত ছিল বলে জানিয়েছেন এক শীর্ষ ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা।

ওই সূত্র জানিয়েছেন, এই ড্রোনগুলো আগেই ইরানে চুপিচুপি পাঠানো হয়েছিল এবং বৃহস্পতিবার রাতে হামলার সময় সেগুলো ব্যবহার করা হয়।

israel attacks iran  a

জানা গিয়েছে, হামলার শুরুতেই ইসরায়েলি বিমান বাহিনীর আক্রমণের পাশাপাশি মোসাদ তাদের গোপন ‘অ্যাক্টিভ সিস্টেম’ চালু করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) একটি ছবি প্রকাশ করেছে, যেখানে দেখা যাচ্ছে ইরানে হামলা চলছে। সূত্র জানিয়েছে, এই ড্রোনগুলো বিস্ফোরক বহন করছিল এবং তা দিয়ে তেহরানের কাছে একটি সামরিক ঘাঁটির সারফেস-টু-সারফেস মিসাইল লঞ্চার গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

এই সঙ্গে, মোসাদের কমান্ডো ইউনিটও ইরানের কেন্দ্রীয় অংশে সক্রিয় ছিল, যেখানে তারা ইরানি আকাশ প্রতিরক্ষা ঘাঁটির আশেপাশে নির্দিষ্ট স্থানে নিখুঁতভাবে অস্ত্র বসায়। জানা গিয়েছে, ইরানে প্রবেশ করানো কিছু গাড়ির ভেতরও আক্রমণাত্মক প্রযুক্তি রাখা ছিল, যার উদ্দেশ্য ছিল ইসরায়েলি যুদ্ধবিমানগুলোর ওপর হুমকি হতে পারে এমন সারফেস-টু-এয়ার মিসাইল সিস্টেমগুলো অচল করে দেওয়া।