/anm-bengali/media/media_files/tNXMJzMp926kpe0zsiJE.jpg)
নিজস্ব সংবাদদাতা : ভারতীয় সময় অনুযায়ী বিকেল সাড়ে ৫টা নাগাদ রাষ্ট্রসঙ্ঘের সদর দফতরে নবম আন্তর্জাতিক যোগ দিবসের বিশেষ সেশনে অংশ নেওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরের লনে জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য যে ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করার প্রস্তাব দেন।সেই বছরই ১১ ডিসেম্বর রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ সাধারণ পরিষদ ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস বলে ঘোষণা করে। তার পর থেকেই প্রতিবছর সাড়ম্বরে পালিত হয়ে আসছে দিনটি।
#WATCH | PM Narendra Modi pays tribute to Mahatma Gandhi at UN Headquarters lawns in New York, ahead of the Yoga event here that will be led by him#9thInternationalYogaDaypic.twitter.com/8PyFUsFJZt
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us