ঘানার জন্য সহযোগিতার ঘোষণা মোদীর

ঘানার জন্য দ্বিগুণ হবে আইটিইসি ও আইসিসিআর স্কলারশিপ, প্রতিরক্ষা-স্বাস্থ্য-শিক্ষা ক্ষেত্রে সহযোগিতার ঘোষণা মোদীর।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-03 1.26.56 AM

নিজস্ব সংবাদদাতা: আক্‌ক্রায় এক যৌথ বিবৃতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘানার সঙ্গে বহুস্তরীয় সহযোগিতার ঘোষণা দেন। তিনি বলেন, “আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঘানার জন্য ITEC ও ICCR স্কলারশিপ দ্বিগুণ করা হবে। পাশাপাশি যুবসমাজের পেশাগত শিক্ষার জন্য একটি ‘স্কিল ডেভেলপমেন্ট সেন্টার’ স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।” কৃষিক্ষেত্রে ঘানার রাষ্ট্রপতি জন মহামার ‘Feed Ghana’ কর্মসূচির প্রতি ভারতের সমর্থন জানিয়ে মোদী বলেন, “এই কর্মসূচিতে সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত।”

Screenshot 2025-07-03 1.23.30 AM

স্বাস্থ্য পরিষেবার প্রসারে মোদী ঘোষণা করেন, “ভারতের ‘জন ঔষধি কেন্দ্র’-এর মডেলের মাধ্যমে ঘানার নাগরিকদের জন্য ‘সাশ্রয়ী ও বিশ্বাসযোগ্য স্বাস্থ্যসেবা’ নিশ্চিত করতে চাই।” টিকাভ্যাকসিন উৎপাদনেও দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি। প্রতিরক্ষা ও নিরাপত্তা ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হবে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, “আমরা ‘ঐক্যের মাধ্যমে নিরাপত্তা’র (Security through Solidarity) মন্ত্র নিয়ে এগিয়ে চলব। সশস্ত্র বাহিনীর প্রশিক্ষণ, সামুদ্রিক নিরাপত্তা, প্রতিরক্ষা সরবরাহ ও সাইবার নিরাপত্তার মতো ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা হবে।” বিশ্লেষকরা মনে করছেন, এই সফর ও ঘোষণাগুলি ভারত-ঘানা সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।