New Update
/anm-bengali/media/media_files/JUu7Lsucwe6A6rWEJSCO.webp)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ইউক্রেনের খমেলনিটস্কি অঞ্চলে জনবসতিতে রাশিয়ান বাহিনী হামলা চালিয়েছে। খমেলনিটস্কি অঞ্চলে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও একজনের মৃতদেহ পাওয়া গিয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে ৩ জনে দাঁড়িয়েছে। আহতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ২ জন। অলেক্সান্ডার সিমচিশিন এই হামলার বিষয়ে জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us