BREAKING: বেজে উঠলো সাইরেন ! ফের ইসরায়েলে হামলা চালালো ইয়েমেন

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ফের একবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইয়েমেনের হুথি জঙ্গি গোষ্ঠী। এই বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ''ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আমরা মাঝ আকাশেই ধ্বংস করেছি। এই হামলাটি ইরান সমর্থিত হুথি গোষ্ঠী করেছে বলে মনে করা হচ্ছে।'' এই ঘটনার পরেই জেরুজালেমসহ ইসরায়েলের অন্যান্য অনেক শহরেই সাইরেন বেজে ওঠে। এর আগের দিনও তেল আভিভের বেং গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর চেষ্টা করেছিল হুথি জঙ্গিরা। যদিও সেটাও মাঝপথেই ধ্বংস করা হয়।

indian missile strike