অ্যান্টিগুয়া দ্বীপে নেই মেহুল চোকসি ! বড় দাবি করলেন অ্যান্টিগুয়া ও বারবুডার পররাষ্ট্রমন্ত্রী

তিনি জানান ভারত ও অ্যান্টিগুয়া সরকার একসঙ্গে এই বিষয়টি নিয়ে কাজ করছে।

author-image
Debjit Biswas
New Update
MEHUL

নিজস্ব সংবাদদাতা : আজ মেহুল চোকসির প্রসঙ্গে একটি বড় দাবি করলেন অ্যান্টিগুয়া ও বারবুডার পররাষ্ট্রমন্ত্রী ই.পি. চেট গ্রিন। তিনি বলেন, ''মেহুল চোকসি বর্তমানে অ্যান্টিগুয়া দ্বীপে নেই। তিনি চিকিৎসার জন্য বিদেশে গিয়েছেন। তবে চোকসি এখনও অ্যান্টিগুয়া ও বারবুডার নাগরিক।''

MEHUL

এছাড়া চোকসির প্রত্যর্পণ প্রসঙ্গে তিনি বলেন, ''অ্যান্টিগুয়া গণতান্ত্রিক নিয়ম ও আইনের শাসন মেনে চলে, সেই কারণে এই বিষয়টি এখনও বিচারাধীন রয়েছে, এবং চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত এ নিয়ে কোনও মন্তব্য করা সম্ভব নয়।''