New Update
নিজস্ব সংবাদদাতা : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কড়া ভাষায় সতর্ক করলেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা কাউন্সিলের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেন,''ট্রাম্প রাশিয়ার সঙ্গে আলটিমেটামের খেলা খেলছেন, ৫০ দিন বা ১০ দিন এসব কিছুই ম্যাটার করে না, ট্রাম্পের মনে রাখা উচিত যে ১. রাশিয়া ইসরায়েল নয়, এমনকি ইরানও নয় আর ২. প্রতিটি আলটিমেটাম মানেই একটি হুমকি,এটি যুদ্ধের দিকে একটি পদক্ষেপ নেওয়ার মতো। তবে এই যুদ্ধ ইউক্রেনের সঙ্গে নয়, বরং তার নিজের দেশের সঙ্গে। আশা করি স্লিপি জো (বাইডেন)-এর পথে হাঁটবেন না ট্রাম্প।”
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/22/donald-trump-2025-06-22-09-24-18.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us