মায়ানমার সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করে আটক কয়েকজন ভারতীয় ! ধৃতদের জন্য বড় পদক্ষেপ নিতে চলেছে ভারত

কি পদক্ষেপ নিতে চলেছে ভারত ?

author-image
Debjit Biswas
New Update
Randhir Jaiswal

নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি মায়ানমার সীমান্ত পার হয়ে থাইল্যান্ডে প্রবেশ করার পর সে দেশের প্রশাসনিক কর্তৃপক্ষের হাতে আটক হয়েছেন বেশ কিছুজন ভারতীয়। আর এবার এই ভারতীয় নাগরিকদের বিষয়ে প্রতিক্রিয়া জানাল ভারতের বিদেশ মন্ত্রক (MEA)।

আজ বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই বিষয়কে কেন্দ্র করে মিডিয়ার সমস্ত প্রশ্নের উত্তরে বলেন, "আমরা থাইল্যান্ড কর্তৃপক্ষের হাতে আটক হওয়া ভারতীয় নাগরিকদের বিষয়ে অবহিত। গত কয়েকদিনে তাঁরা মায়ানমার থেকে থাইল্যান্ডে প্রবেশ করেছিলেন।"

Randhir Jaiswalqw2.jpg

তিনি আরও জানান, এই নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য ভারতীয় মিশন সক্রিয় রয়েছে। এই বিষয়ে তিনি বলেন,''থাইল্যান্ডে আমাদের মিশন থাই কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে তাঁদের জাতীয়তা যাচাই করার জন্য। থাইল্যান্ডে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর তাঁদের স্বদেশে প্রত্যাবাসন (repatriation) করার চেষ্টা চলছে।"

বিদেশ মন্ত্রকের এই বিবৃতি থেকে স্পষ্ট যে, এই আটক হওয়া ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য ভারত সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিচ্ছে।