রাম মন্দির উদ্বোধনের দিন মানবিক মরিসাস সরকার! বিশেষ ঘোষণা

মলদ্বীপ বিতর্কের মাঝেই মরিসাস সরকার কাড়ল নজর। রাম মন্দির উদ্বোধনের দিন হিন্দু কর্মীদের জন্য সরকারের বিশেষ ঘোষণা করা হয়েছে। আপনিও যদি ওই দেশে থাকেন তাহলে অবশ্যই ক্লিক করুন। মন আনন্দে ভরে উঠবে।

author-image
Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
ramsita

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতা: প্রধানমন্ত্রী মোদীকে নিয়ে মলদ্বীপের মন্ত্রীদের কটাক্ষের মন্তব্য ঘিরে যখন তুঙ্গে কূটনৈতিক চর্চা, তখনই নজর কাড়ল মরিসাস সরকার। সদ্য মরিসাস সরকার জানিয়েছে যে ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের দিন মরিসাসের হিন্দু কর্মীরা ২ ঘণ্টার জন্য বিশেষ ছাড় পাবেন প্রার্থনা করার জন্য। উল্লেখ্য, আগামী ২২ জানুয়ারি উদ্বোধন করা হচ্ছে রাম মন্দিরের। সেই দিনই এই বিশেষ ছাড় ঘোষণা করা হয়েছে মরিসাসে। মরিসাসের সরকার এক বিবৃতিতে জানিয়েছে যে ২২ জানুয়ারি ২০২৪ এ দুপুর ২টো থেকে ২ ঘণ্টার জন্য হিন্দু পাবলিক অফিসারদের প্রার্থনার জন্য বিশেষ ছুটি দেওয়ায় সম্মতি জানিয়েছে মন্ত্রিসভা। ভারতে অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের প্রেক্ষিতে যাতে ওই কর্মীরা সেবা কাজ করতে পারেন, সেই জন্যই এই ছাড়।

hiring.jpg