ঢাকার শাহজালাল বিমানবন্দরের কার্গো টার্মিনালে ভয়াবহ আগুন ! বাতিল করা হল সমস্ত বিমান

বড় অগ্নিকাণ্ডের কবলে বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : বাংলাদেশের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে (Cargo Terminal) আজ (শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫) দুপুর নাগাদ এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই আগুন লাগার পরই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর একাধিক ইউনিট। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরনের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত ঘোষণা করেছে। ইতিমধ্যেই ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে বিকল্প রুট হিসেবে চট্টগ্রাম এবং ভারতের কলকাতার বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর ৩৬টিরও বেশি ইউনিট, বাংলাদেশ বিমানবাহিনী ও নৌবাহিনী এবং বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ)-এর দল যৌথভাবে কাজ করছে।

Fire

এই বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পরেই বিমান চলাচল স্বাভাবিক করা হবে। তারা সকলকে নিরাপদ এবং সচেতন থাকার অনুরোধ জানিয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।