প্রবল বিস্ফোরণে কেঁপে উঠলো শহরের ব্যস্ততম রাস্তা,নিহত ৫ ! কোথায় ঘটলো এই ঘটনা ?

কোথায় ঘটলো এই বিস্ফোরণ ?

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : গতকাল বৃহস্পতিবার (২১শে আগস্ট) কলম্বিয়ার কালি শহরের একটি ব্যস্ততম রাস্তায়,একটি গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ৫ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। কলম্বিয়ার স্থানীয় সংবাদমাধ্যম এই খবরটি নিশ্চিত করেছে। এই বিষয়ে পুলিশ জানিয়েছে,''মূলত শহরের উত্তরে অবস্থিত মার্কো ফিডেল সুয়ারেজ মিলিটারি এভিয়েশন স্কুলকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছিল।'' কালি শহরের মেয়র আলেজান্দ্রো ইডার জানিয়েছেন, ''প্রাথমিক তথ্য অনুযায়ী, কমপক্ষে ৫ জন নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন।'' এই বিষয়ে হেক্টর ফ্যাবিও বোলানোস (৬৫) নামের এক প্রত্যক্ষদর্শী বলেন,''হঠাৎ করেই স্থানীয় এয়ার বেসের সামনে একটি প্রবল বিস্ফোরণের বিকট শব্দ শোনা যায়। এই বিস্ফোরণের ফলে এত বেশি সংখ্যক মানুষ আহত হয়েছিল যে পরিস্থিতি সামলানো কঠিন হয়ে গিয়েছিল। ওই এয়ার বেসের সামনের বহু বাড়িও এই বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে।"

blast