BREAKING: ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো কলম্বিয়া ! রাস্তায় নেমে এল সাধারণ মানুষ

দেখুন বড় খবর।

author-image
Debjit Biswas
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা : ৬.৩ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্পে আজ কেঁপে উঠল কলম্বিয়ার রাজধানী বোগোতা, এমনটাই জানিয়েছে ইউনাইটেড স্টেটস জিওলজিকাল সার্ভে (USGS)। আজ এই কম্পনের জেরে বোগোতা শহরের বহু বিল্ডিং কেঁপে ওঠে, এবং হঠাৎ করেই সাইরেন বেজে ওঠে চারপাশে। স্থানীয় সংবাদ সংস্থার রিপোর্টাররা জানান, আতঙ্কের চোটে সাধারণ মানুষ রাস্তায় নেমে আসেন নিরাপত্তার জন্য। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোনও প্রাণহানি বা ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট পাওয়া যায়নি। স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল পরিস্থিতির উপর নজর রাখছে।

Myanmar-declares-state-of-emergency-after-7-7-magnitude-earthquake-4z9q8tdb-ezgif.com-avif-to-jpg-converter