অ্যাপল স্টোরে জানালা ভেঙে ঢুকে গেল মুখোশধারীরা! চুরি করলো পণ্য, আঁকল গ্রাফিতি

অ্যাপেল স্টোরে মুখোশধারী দুষ্কৃতীরা তাণ্ডব চালালো।

author-image
Tamalika Chakraborty
New Update
apple store LA


নিজস্ব সংবাদদাতা: সোমবার রাতে লস অ্যাঞ্জেলস শহরের ডাউনটাউন এলাকায় অভিবাসনবিরোধী ধরপাকড়ের প্রতিবাদ বিক্ষোভ হঠাৎই হিংসাত্মক রূপ নেয়। এ সময় মুখোশধারী দুষ্কৃতীরা অ্যাপল স্টোরসহ একাধিক দোকানে চুরি ও ভাঙচুর চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েকজনকে গ্রেফতার করেছে। শহরে শুক্রবার থেকে ট্রাম্প প্রশাসনের অভিবাসন ধরপাকড়ের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ চলছিল।

a

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে বিক্ষোভের মধ্যেই একটি  দল মুখে মুখোশ পরে অ্যাপল স্টোরে হামলা চালায়। তারা জানালার কাচ ভেঙে ভিতরে ঢুকে পণ্য লুট করে এবং ভবনের গায়ে গ্রাফিতি আঁকে।