/anm-bengali/media/media_files/2025/07/04/mamdani-aa-2025-07-04-13-26-07.jpg)
নিজস্ব সংবাদদাতা: নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট মেয়রপ্রার্থী জোহরান মামদানি নতুন করে বিতর্কের মুখে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে তাঁর ২০১৫ সালের এক পুরনো টুইট, যেখানে তিনি আমেরিকান গোয়েন্দা সংস্থা এফবিআই-এর তৎকালীন নজরদারি কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই পোস্টে মামদানি ইঙ্গিত দিয়েছিলেন, যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর আচরণই হয়তো আমেরিকান নাগরিক এবং পরে কুখ্যাত জঙ্গি নেতা আনোয়ার আল-আউলাকির চরমপন্থার দিকে ঝুঁকে পড়ার পেছনে বড় ভূমিকা নিয়েছিল।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/07/02/donald-trump-2025-07-02-21-53-42.jpeg)
আল-আউলাকি ছিলেন একজন মার্কিন নাগরিক এবং পরবর্তীতে জঙ্গি সংগঠন আল-কায়দার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পরিচিত হন। ওই টুইট সামনে আসার কয়েকদিন আগেই আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মামদানিকে আক্রমণ করে বলেছিলেন, "এই ব্যক্তি শতভাগ কমিউনিস্ট পাগল", এবং হুঁশিয়ারি দেন, মামদানি যদি অভিবাসন বিভাগের অভিযান বন্ধ করতে যান, তাহলে তাঁকে গ্রেফতার করা হবে।
জোহরান মামদানির পারিবারিক সম্পদ নিয়েও সম্প্রতি নানা প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি করছেন, গণতান্ত্রিক সমাজতন্ত্রের কথা বললেও মামদানি নিজে একটি ধনী পরিবারের সন্তান, যা তাঁর রাজনীতির আদর্শের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ বলেই মত সমালোচকদের।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us