মালয়েশিয়া সফর সফল ভারতীয় প্রতিনিধিদের, মিলেছে পাকিস্তানের বিরুদ্ধে ভোট

'আমাদের একটি খুব ভালো বৈঠক হয়েছে'।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
pakistan_man001-e1522345990219

File Picture

নিজস্ব সংবাদদাতা: মালয়েশিয়া সফর শেষে ভারতে ফিরছেন প্রতিনিধিরা। সেই প্রসঙ্গে ভারতের হাইকমিশনার বিএন রেড্ডি বলেন, “জেডি(ইউ) সাংসদ সঞ্জয় ঝা-এর নেতৃত্বে ৯ সদস্যের সর্বদলীয় প্রতিনিধিদল মালয়েশিয়া সফর শেষ করেছে। এটি ব্যস্ততাপূর্ণ সফর ছিল কিন্তু অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমি এখানে ভারতীয় সম্প্রদায়ের সাথে আমাদের প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ আলাপচারিতা তুলে ধরতে চাই। আমাদের একটি খুব ভালো বৈঠক হয়েছে। নতুন ভারতের মূল বার্তা পৌঁছে দেওয়ার দৃষ্টিকোণ থেকে এটি অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। যা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতার নীতি সম্পর্কে ব্যক্ত করেছে”।

malyesia PM mmm