৫০০০ রাশিয়ান মিসাইল রয়েছে,আমেরিকাকে কড়া জবাব দেব ! এবার সরাসরি আমেরিকাকে হুমকি দিলেন মাদুরো

কেন এই হুমকি দিলেন মাদুরো ?

author-image
Debjit Biswas
New Update
Trump

নিজস্ব সংবাদদাতা : মাদক পাচারের বিরোধীতা করে ক্যারিবিয়ান সাগর ও ভেনেজুয়েলার নিতকবর্তী স্থানগুলিতে বেশকিছু দিন ধরেই নিজেদের সামরিক উপস্থিতি বাড়িয়েছে আমেরিকা। মাদক পাচার চক্রের সাথে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো যে সরাসরি যুক্ত রয়েছেন, সেই অভিযোগ বহুদিন ধরেই করে আসছে আমেরিকা। এরমধ্যেই ভেনেজুয়েলার বেশ কয়েকটি জাহাজেও আক্রমণ করেছে আমেরিকা। আর এইসমস্ত বিষয়কে কেন্দ্র করে যখন চরম উত্তপ্ত হয়ে রয়েছে আমেরিকা ও ভেনেজুয়েলার সম্পর্ক ঠিক তখনই এবার সরাসরি আমেরিকাকে এক কড়া বার্তা দিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। 

donald Trump

গতকাল বুধবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে মাদুরো বলেন,''আমাদের কাছে ইগলা-এস (Igla-S) নামে পরিচিত, রাশিয়ার তৈরি মাঝারি পাল্লার  ক্ষেপণাস্ত্র রয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলি গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা অবস্থানে রয়েছে। এই প্রত্যেকটি ক্ষেপণাস্ত্রই সারফেস টু এয়ার, আর মানুষের দ্বারা বহনযোগ্য ক্ষেপণাস্ত্র। আর বিশ্বাস করুন ক্যারিবিয়ান সাগরে উপস্থিত মার্কিন বাহিনীকে কাউন্টার করার জন্য এরকম প্রায় ৫০০০টি মিসাইল আমাদের কাছে আছে।''

অর্থাৎ মাদুরোর এই বক্তব্য থেকে এটা পরিষ্কার যে তিনি নিজের বক্তব্যের মাধ্যমে ভেনেজুয়েলার সামরিক সক্ষমতা বর্ণনা করেই আমেরিকাকে একটা সতর্কতা দিয়ে রাখলেন।