New Update
/anm-bengali/media/media_files/2025/07/14/screenshot-2025-07-14-52-pm-2025-07-14-13-07-10.png)
নিজস্ব সংবাদদাতা: মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব দুবাইয়ে এমিরেটস এয়ারলাইন্স-এর বাণিজ্যিক কার্যক্রম বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (পশ্চিম এশিয়া ও ভারত মহাসাগর অঞ্চল) এসা সুলেইমান আহমদের সঙ্গে বৈঠক করেছেন।
/anm-bengali/media/post_attachments/87a26013-8ad.png)
এই আলোচনায় পর্যটন, বিমান যোগাযোগ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। মধ্যপ্রদেশের আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি এবং বাণিজ্যিক অংশীদারিত্ব আরও জোরদার করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রীর সফরকে ঘিরে বিদেশি বিনিয়োগ ও পর্যটন বৃদ্ধির আশা প্রকাশ করছে রাজ্য সরকার।
#WATCH | Dubai, UAE | Madhya Pradesh CM Mohan Yadav meets Essa Sulaiman Ahmad, the Senior Vice President of the Commercial Operations for West Asia & Indian Ocean at Emirates. pic.twitter.com/0c2HPTDL03
— ANI (@ANI) July 14, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us